খেলার খবর

নিউজিল্যান্ডের জয় ছিনিয়ে নিলেন কেয়ারি

প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে ব্যাটে-বলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের জোর সম্ভাবনা তৈরি করেছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় পাওয়া হলো না কিউইদের। অ্যালেক্স কেয়ারির ব্যাটিং বীরত্বে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল অস্ট্রেলিয়া।

ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজ সফরকারীরা জিতে নিল ২-০ ব্যবধানে।

১২৩ বলে ১৫টি চারে অপরাজিত ৯৮ রান ও দশটি ক্যাচ নিয়ে ম্যাচের নায়ক কেয়ারি।

২৭৯ রানের লক্ষ্যে ৩৪ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। আর কোনো উইকেট না হারিয়ে তারা ৭৭ রানে তৃতীয় দিন শেষ করে। চতুর্থ দিনের শুরুতেই বিদায় নেন আগের দিনের অপরাজিত ব্যাটার ট্রাভিস হেড।

এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া জুটি গড়েন মিচেল মার্শ ও কেয়ারি। দুজনে গড়েন ১৭৪ বলে ১৪০ রানের জুটি। ১০২ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮০ রান করে আউট হন মার্শ।

মার্শের এক বল বাদে ফেরেন মিচেল স্টার্ক। আবার জয়ের সম্ভাবনা জোরদার করে স্বাগতিকরা। কিন্তু কেয়ারি হাল ছাড়েননি। দলপতি কামিন্সকে নিয়ে ৬৪ বলে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন এই কিপার-ব্যাটার।