রকমারী

পরিমাপে ঠকানো ধ্বংসের বড় কারণ

বেচা-বিক্রিতে সঠিক দাঁড়িপাল্লা ব্যবহার করা ও যথাযথভাবে মাপা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান। ওজনে বিন্দুমাত্র কম করাও জায়েজ নেই। আল্লাহ তাআলা সঠিক পরিমাপের প্রতি অনেক গুরুত্বারোপ করেছেন। কুরআন কারীমের একাধিক জায়গায় সঠিকভাবে ওজন করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে : যখন পরিমাপ পাত্র দ্বারা কাউকে কোনো জিনিস মেপে দাও, তখন পরিপূর্ণ মাপে দিও আর ওজন করার জন্য সঠিক দাঁড়িপাল্লা ব্যবহার করো। এ পন্থাই সঠিক এবং এরই পরিণাম উৎকৃষ্ট। (সূরা বনী ইসরাঈল : ৩৫)।

অন্যত্র সূরা আনআমের ১৫২ নম্বর আয়াতেও সঠিকভাবে মেপে দেওয়ার আদেশ করা হয়েছে। ওজনে হেরফের করা এবং অন্যকে মাপে ঠকানো ধ্বংস ও বরবাদের অন্যতম বড় কারণ। আল্লাহ তাআলা বলেন : বহু দুর্ভোগ আছে তাদের, যারা মাপে কম দেয়। যারা মানুষের নিকট থেকে যখন মেপে নেয়, পূর্ণমাত্রায় নেয়। আর যখন অন্যকে মেপে বা ওজন করে দেয়, কমিয়ে দেয়। তারা কি চিন্তা করে না, তাদের এক মহা দিবসে জীবিত করে ওঠানো হবে? (সূরা মুতাফফিফীন : ১-৫)।