রংপুর বিভাগ

গঙ্গাচড়া কালেক্টরেট পাবলিক লাইব্রেরীর কার্যক্রমের উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়া কালেক্টরেট পাবলিক লাইব্রেরীর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে লাইব্রেরীর কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান ও লাইব্রেরী ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা রুহুল আমিন এবং উপজেলা নির্বাহী অফিসার ও লাইব্রেরী ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাহিদ তামান্না।

আজ (০৭ মার্চ )বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, সহকারী কমিশনার (ভূমি) ও লাইব্রেরী ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি নয়ন কুমার সাহা, অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান ও লাইব্রেরী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লেবু, লাইব্রেরীর সদস্য বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, লাইব্রেরীর সদস্য শাকিল আকবর, আব্দুল বারী বাবু প্রমূখ। লাইব্রেবী পরিচালনা কমিটির যুগ্নসম্পাদক ও সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় সহকারী অধ্যাপক আশেকুজ্জামান লিটন, ইউজিডিপির প্রতিনিধি নাহিদা সুলতানাসহ লাইব্রেরীর সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।