খেলার খবর

বিপিএল থেকে বিরতিতে যাচ্ছেন মাশরাফি

ঘরোয়া ফ্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল মৌসুমে নাম বদলে কাগজে কলমে হয় সিলেট স্ট্রাইকার্স। নতুন নামে খেলতে নেমেই বাজিমাত। গেল আসরে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল সিলেট। যদিও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি দলটি।

তবে জাতীয় দলের সাবেক তারকা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্সের এমন সাফল্যে মুগ্ধ হয়েছিলেন সমর্থকরা। এবারও ম্যাশ ম্যাজিকের অপেক্ষায় ছিল সিলেটের সমর্থকরা। যদিও মাঠে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। টুর্নামেন্টের চলতি আসরে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে জয়খরা কাটাতে পারেনি দলটি। দলনেতা মাশরাফি যেমন ফিটনেস নিয়ে ভুগছেন, তেমনি পুরো দলই যেন আনফিট। কোনো বিভাগেই নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেনি সিলেট। নিজেদের প্রথম চার ম্যাচে ১৬ জন খেলোয়াড়কে মাঠে নামিয়েছে তারা। কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি। সবশেষ ম্যাচে নিজেদের মাঠে মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে অবশ্য জয়ের আশা জাগিয়েছিল সিলেট। কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচটাও হাতছাড়া হয়। ফলে পাঁচ ম্যাচের সবগুলোতে হেরে পয়েন্টশূন্য অবস্থায় তালিকায় সবার শেষে সিলেটের নাম! দলের অধিনায়ক হাফফিট মাশরাফির খেলা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এরই মধ্যে বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন তিনি। আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ম্যাশ। এদিকে মাশরাফির অনুপস্থিতিতে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ফ্যাঞ্চাইজিটি। আপাতত বিরতি নিলেও পুরো আসরেই মাশরাফিকে রাখতে চাইছেন সিলেটের কর্মকর্তারা। রাজনৈতিক ব্যস্ততার মধ্যে সুযোগ পেলে ফের দলের সঙ্গে যুক্ত হবেন তিনি, এমন আশা তাদের। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে সংসস অধিবেশন শুরু হলেও মাশরাফি ছিলেন খেলার মাঠে। তিনি সংসদে ফিরবেন, এমনটা প্রত্যাশিতই ছিল। ধুঁকতে থাকা সিলেট মাশরাফিকে ছাড়া কেমন করে, এখন সেটাই দেখার অপেক্ষায় আছেন সিলেটের সমর্থকরা।