গভীর রাতে পুড়লো ছয়টি গালামালের দোকান, কোটি টাকার ক্ষতি
লালমনিরহাটের বাউরা বাজারে গভীর রাতে আগুনে ছয়টি গালামাল ব্যাবসা প্রতিষ্ঠান মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাজারে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন বুঝতে পেরে ঘন্টাব্যাপী আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
এরই মধ্যে ফায়ার সার্ভিসকে ক্ষবর দেওয়া হলে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে পাশাপাশি থাকা ছয়টি গালামালের দোকান পুরে যায়।
ব্যাবসায়ীদের দাবী, এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জীবন চন্দ্র রায় বলেন, ‘রাত ৩টা ৪০মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দল।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, বিষয়টা জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।