হলুদ সাংবাদিকতা প্রতিরোধে লালমনিরহাটে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লালমনিরহাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ প্রেস কাউন্সিলর আয়োজিত লালমনিরহাট জেলা সার্কিট হাউজে জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়র সাংবাদিকদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলর সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) টি এম মোমিন। প্রশিক্ষণ কর্মশালায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা শীর্ষক বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত লালমনিরহাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৬৫/৭০ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করে। প্রশিক্ষণ শেষে কর্মশালায় অলশ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।
এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।