বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পরিদর্শন
২৯ অক্টোবর ২০২৩ইং তারিখ সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিসেস মালেকা খায়রুন্নেছা রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিসেস মালেকা খায়রুন্নেছা বাণিজ্য সংগঠন বিধিমালা পরিপালন সাপেক্ষে কোম্পানী আইনের বিধান অনুসারে যথাসময়ে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনসহ অন্যান্য কর্মকান্ড সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং রংপুর চেম্বারের গতিশীল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া রংপুর চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে অনগ্রসর রংপুর অ লে যে শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে তজ্জন্য তিনি রংপুরের ব্যবসায়ী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম, রংপুর চেম্বারের সভাপতি মোঃ আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ডাম্বেলসহ চেম্বারের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি রংপুর চেম্বার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজ পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন