রংপুরে ৫৫কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ডেস্ক রিপোর্টঃ রংপুর জেলার কাউনিয়া থানা এলাকা থেকে ৫৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১৩ র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১০ই জুলাই তারিখ রাতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া থানাধীন কূর্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মীরবাগ বাজারের মেনাজ উদ্দিন ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আসামীর ব্যবহৃত সাদা হলুদ রংয়ের একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে খাকি স্কচটেপ, লাল ও সাদা পলিথিন দ্বারা মোড়ানো ৫৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ শামীম মিয়া (২৯), পিতা-মোঃ মুনছুর আলী, সাং-সাধু, পোষ্টঃ ভূতছাড়া, ইউপি-শহীদবাগ, থানা-কাউনিয়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।