রংপুর বিভাগ

১৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নগর প্রতিবেদক : রংপুরের মিঠাপুকুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। রোববার (১১ মে) সকালে পীরগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার (১০মে) রাতে উপজেলার খন্দকার পাড়া বালারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই নারী মাদককারবারিকে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ওই নারী মাদক কারবার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ বিগ্রেডের ৩৪ ইস্ট বেঙ্গলের পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা- আরিয বিন বাশার। সেই সূত্র ধরে পীরগঞ্জের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেনের নেতৃত্বে রাত ১০টায় একটি চৌকস সেনাদলসহ থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার বালারহাট খন্দকার পাড়ার মৃত গোপালের স্ত্রী মনোয়ারা বেগমকে (৫০) তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পীরগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প জানায়, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম দৃশ্যমান রয়েছে। ইতোমধ্যে ক্যাম্পের অভিযান কার্যক্রমে অনেক অপরাধী গ্রেফতার হয়েছেন। এছাড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।