ক্যাব রংপুর মহানগর কমিটির অনুমোদন
মোঃইউনুছ কবির মিঠু, নগর প্রতিনিধিঃ কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন কমিটির পরিচিতি সভা ও কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুই বছর মেয়াদী নব গঠিত এ কমিটি হস্তান্তর করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর মহানগর কমিটির প্রধান উপদেষ্টা ও ডেইরী ফার্ম এসোসিয়েশন বিভাগীয় ও জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লতিফুর রহমান মিলন এবং জেলা কমিটির সভাপতি মোঃ আবদুর রহমান।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন, রংপুর মহানগর কমিটির সভাপতি দিলীপ চন্দ্র ঘোষ, সহ সভাপতি মোঃ হাসান ফেরদৌস রাসেল, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন মিঠু, সহ সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশফাক আহমেদ (ডাঃ জামিল), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল হক, আইন বিষয়ক সম্পাদক সূচনা ঘটক, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম মানিক, কোষাধক্ষ মোঃ আলম আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদ রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ আমেনা খাতুন রুমি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সামিমুজ্জামান শামিম, কার্যকরি সদস্য আলী নুর মোঃ শাহাদাত হোসেন, মোঃ মোকলেছুর রহমান মকছু, মঞ্জুরুল আলম মনজু, মোঃ আবু রায়হান, হুমায়ুন কবির মানিক, মাসুদ আলম বাবু, মনি কৃষ্ণ রায়, মোঃ নাসির উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যাব জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। কমিটি হস্তান্তর পরবর্তি পরিচিতি সভা এবং জেলা ও মহানগর কমিটির কার্যকরি সভা অনুষ্ঠিত হয়। বাজার অস্থিতিশীল কিংবা দ্রব্যমুল্যের যাতে অহেতুক দাম না বাড়ে এজন্য কোন প্রকার সিন্ডিকেট তৈরী না হয় এ বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।