রংপুর বিভাগ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতাঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। আজ মঙ্গলবার বেলা ১২ টা ৫০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুরে কোটা বিরোধী আন্দোলনে রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র শহীদ আবু সাঈদের নিজ বাড়িতে আসেন, এবং তার কবর জিয়ারত করেন।

এই সময়ে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ মজলিসুল মোফাসিরিন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ নুরুল আমিন সরকার, শিবিরের কেন্দ্রীয় দাওয়া ও প্রকাশনা সম্পাদক মেজবা উল হক, রংপুর মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, পীরগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি ফেরদৌস হোসেন প্রমুখ।