হাজীরহাট হতে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১
মহানগর প্রতিনিধিঃ রংপুর জেলার হাজীরহাট থানা এলাকা হতে ৩৯০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২১/০৪/২০২৫ তারিখ আনুমানিক দুপুর ১৩.১০ ঘটিকার সময় র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল রংপুর মহানগর হাজীরহাট থানাধীন ১৬নং ওয়ার্ডস্থ উত্তম বানিয়াপাড়াস্থ উত্তম স্কুল এ্যান্ড কলেজ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীর দেহ তল্লাশি করে ৩৯০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আব্দুর রহিম ঝন্টু (৩৫), পিতা-সাবের আলী, মাতা-নুরজাহান, সাং-নরসিং, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুরকে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।