খেলার খবর

হারলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি বাংলাদেশের

জিততে পারলে এ বছরের নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত, এই সমীকরণ নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নেমে আজ পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হারলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি টাইগ্রেসদের।

লিগ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপে খেলার ভাগ্য। ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে, বিশ্বকাপে জায়গা করে নিবে বাংলাদেশ। আর যদি থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের রান রেট টপকে যেতে পারে তাহলে বিশ্বকাপের টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে বাছাই পর্ব থেকে বিদায় নিবে টাইগ্রেসরা। বর্তমানে ৫ ম্যাচে ৬ পয়েন্ট ও ০.৬৩৯ রান রেট আছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের আছে ৪ ম্যাচে ৪ পয়েন্ট ও -০.২৮৩ রান রেট।

লাহোরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক শূন্য ও দিলারা আকতার ১৩ এবং চার নম্বরে নামা অধিনায়ক নিগার সুলতানা ১ রানে আউট হন। চতুর্থ উইকেটে শারমিন আকতারের সাথে এবং পঞ্চম উইকেট নাহিদা আকতারের সাথে ৪৪ রানের দু’টি জুটি গড়েন রিতু মনি। শারমিন ২৪ ও নাহিদা ১৯ রানে ফিরলেও, হাফ-সেঞ্চুরির পথে ভালভাবেই এগিয়ে যাচ্ছিলেন রিতু। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে আউট হন ৫টি চার মারা রিতু।

৩৯তম ওভারে দলীয় ১৩৬ রানে রিতু ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন ফাহিমা খাতুন। কিন্তু বাংলাদেশকে বড় পুঁিজ এনে দিতে পারেননি তিনি। কারণ লোয়ার-অর্ডারে ফাহিমাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৫০ ওভারে বাংলাদেশকে ৯ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ এনে দেন ৪টি চারে ৫৩ বলে অপরাজিত ৪৪ রান করা ফাহিমা। পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩টি উইকেট নেন।

১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ইনিংসের দ্বিতীয় বলে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার মারুফা আকতার। কিন্তু মারুফার দারুণ শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে যথাক্রমে ৮০ ও ৭৪ রানের জুটিতে ম্যাচ জয়ের পথ সহজ করে ফেলে পাকিস্তান। চতুর্থ উইকেটে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬২ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

দলের হয়ে মুনিবা আলি ৬৯, আলিয়া রিয়াজ অপরাজিত ৫২ ও সিদরা আমিন ৩৩ রান করেন। বাংলাদেশের মারুফা-নাহিদা ও রাবেয়া ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মুনিবা।

সূত্র- বাসস