রংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে পাটচাষীদের মধ্যে বীজ-সার বিতরণ

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও : জেলায় আজ পাটচাষীদের বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর ফলে সদর উপজেলার প্রায় ৩ হাজার পাটচাষী সরকারি উদ্যোগে বিনামূল্যে পাচ্ছেন প্রত্যয়িত উন্নতমানের পাটবীজ এবং রাসয়নিক সার। সদর উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম রনি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র বর্ম্মণ প্রমুখ।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার জানান, এ উদ্বোধন ৩ হাজার পাটচাষীর মধ্যে পাটচাষের উপকরণ বিতরণের শুরুর আনুষ্ঠানিকতা। ক্রমান্বয়ে সদর উপজেলার প্রতি ইউনিয়নে ৩ হাজার পাটচাষীদের মধ্যে পৌঁছে দেয়া হবে জনপ্রতি ১ কেজি করে প্রত্যয়িত বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি করে ফসফেট ও পটাশ রাসয়নিক সার। জেলা পাট অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সস্প্রারণ প্রকল্পের অধীনে র্ঠাকুরগাঁও জেলার ০৪ ( চার) টি উপজেলার প্রায় ৩৫০০ একর জমিতে ১৪০ মে: টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। উচ্চ ফলনশীল জাতের পাটবীজ বিজেআরআই- ৮( রবি-১) কৃষকদেরকে প্রদানের মাধ্যমে ফলন বৃদ্ধি হবে।তাই এ জেলায় প্রায় ৩০০ কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।