রংপুর বিভাগ

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান: ১০ লাখ টাকা জরিমানা

নগর প্রতিবেদক : রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানকালে চার ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে । সেই সঙ্গে স্কেভেটর দিয়ে চিমনিসহ ইটভাটার কিলন ভেঙ্গে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দিনভর পরিবেশ অধিদপ্তর রংপুর ও ঢাকার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন। প্রসিকিউটর ছিলেন রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাসউদুর রহমান।
অভিযানে পীরগঞ্জ উপজেলার জাহিদপুর, জয়পুর, শ্রীরামপুর ও লালদিঘী এলাকায় মেসার্স এইচ এম বি ব্রিকস, মেসার্স তিথি ব্রিকস, গই ব্রিকস ও এস এল বি ব্রিকসসহ চার ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে পুলিশ, সেনা, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইটভাটায় কৃষি জমির উর্বর মাটির ব্যবহার কমানোসহ পরিবেশের ক্ষতিসাধণ রোধে এবং বায়ুদূষণ কমাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।