খেলার খবর

ফ্রান্স দলে ফিরলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিলিয়ান এমবাপের। গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালেও তিনি ছিলেন দুর্দান্ত। তবে আলবিসেলেস্তেদের কাছে হেরে টানা দুইবার বিশ্বকাপ জেতা হয়নি এমবাপে ও ফ্রান্সের। এদিকে বিশ্ব ফুটবলে বর্তমানে সেরা তারকাদের একজন এমবাপে চলতি মৌসুমের শুরুতেই ক্লাব ক্যারিয়ারের ঠিকানা বদলেছেন। পিএসজি ছেড়ে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর জাতীয় দল থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

বিরতি শেষে ছয় মাসেরও বেশি সময় পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন এমবাপে। উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পড়েই মাঠে নামবেন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড। এমবাপের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
আসন্ন নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০ ও ২৩ মার্চে মাঠে নামবে ফ্রান্স। গত বছরের নভেম্বরে ইসরায়েল ও ইতালির বিপক্ষে নেশনস লিগ ম্যাচে ফ্রান্স দলে ছিলেন না এমবাপ্পে। জাতীয় দলের জার্সিতে তিনি সবশেষ খেলেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে বেলজিয়ামের বিপক্ষে।

এছাড়া প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির দিজায়ার দুয়ে। এদিকে এমবাপে ছাড়াও দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ফুটবলার অরেলিয়ো চুয়ামেনিও। এছাড়া চলতি মৌসুমে পিএসজিতে দুর্দান্ত ফর্মে থাকা উসমান দেম্বেলেও ডাক পেয়েছেন দিদিয়ের দেশমের স্কোয়াডে।

ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: মাইক মেনিয়ান (এসি মিলান), লুকাস শেভালিয়ার (লিল), ব্রাইস সাম্বা (রেন)। ডিফেন্ডার: জনাথন ক্লস (নিস), জুলস কুন্দে (বার্সেলোনা), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ), বেঞ্জামিন পাভার্ড (ইন্টার মিলান), থিও হার্নান্দেজ (এসি মিলান), লুকাস দিগনে (অ্যাস্টন ভিলা)।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), অরেলিয়েন চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), মাতেও গুয়েন্দুজি (লাজিও), মানু কোনে (রোমা), আদ্রিয়েন রাবিও (মার্সেই), ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।

ফরোয়ার্ড: দেজিরে দোউ (পিএসজি), ব্রাডলি বারকোলা (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), রঁদাল কোলো মুয়ানি (জুভেন্টাস), মাইকেল অলিস (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম (ইন্টার মিলান)।