রংপুরে নিখোঁজের ৪১ দিনপর সেফটি ট্যাংকি থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
রংপুর কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী দোলা মনি নিখোঁজের ৪১ দিন পর সেফটি ট্যাংকি থেকে লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে সেনাবাহিনী।
নিহতের পরিবার ও সেনাবাহিনীর সূত্রে জানাগেছে কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের মোঃ দেলোয়ার মিয়ার কন্যা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী দোলা মনি (৪) বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন পূর্বে শুক্রবার বিকালে বাড়ি থেকে উঠানে বের হয়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেলে এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলা মনির খোঁজ না মিললে ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন ।
রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে একটি সেনাবাহিনীর চৌকোস টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে দোলা মনির লাশ সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করে।
এসময় নূরুল মিয়া(৫০) আফজাল হোসেন(৪২) সুমন মিয়া(২৩) আনোয়ারা বেগম(৫৬) সহ ৭ জন কে আটক করে কাউনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী। থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।