রংপুরে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
নগর প্রতিবেদকঃ রংপুরে ১০ (দশ) কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি আটক করেছে জেলা ডিবি’র পুলিশ। আজ ০৩ ফেব্রুয়ারি সকালে রংপুর জেলা ডিবি’র অফিসার ইনচার্জ জনাব আবু মোঃ সিদ্দিকুজ্জামান এর নেতৃত্বে এসআই ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউনিয়নের মহিপুর মৌজাস্থ হাবু বালারঘাট ব্রীজ সংলগ্ন ৫০ ফুট উত্তরে পাকা রাস্তার উপর কালীগঞ্জের দিক থেকে আসা একটি শ্যালোমেশিন চালিত ছোট ভটভটির ডালার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে জেলা ডিবি পুলিশ।
এসময় অভিযুক্ত চালক ও সহযোগী মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা- মৃত মোজাফফর হোসেন, সাং- দিঘীর পাড় ও শ্রী জয়ন্ত কুমার(২০), পিতা- শ্রী উজ্জ্বল চন্দ্র, সাং- বারোমাইল, উভয়ের থানা-কাহালু, জেলা- বগুড়াদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। গংগাচড়া থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।