রংপুর বিভাগ

বিআরটিসি বাস থেকে ১৪ কেজি গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলাধীন মহাসড়কে একটি বিআরটিসি বাস থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মন কুমার দাস নয়ন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মন কুমার দাস নয়ন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওয়াশী মাঝিটারি গ্রামের মনিরাম দাসের ছেলে।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, সোমবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর নামকস্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বিআরটিসি বাস তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দসহ নয়নকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী বলেন, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের অভিযানে গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে এ থানায় মামলা হয়েছে।