পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও : পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও সারাদেশে চাকরিচ্যুত সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল এবং পরিবারকে পুনর্বাসনসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা বিডিআর কল্যাণ পরিষদ। রোববার (১২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় সাবেক বিডিআর সদস্য শমসের আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মামুন অর রশীদ, বিডিআর কল্যাণ পরিষদের সদস্য প্রমিলা রাণীসহ অনেকে।
মানববন্ধনে তারা ১৬ বছর ধরে জেলে বন্দী নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।