বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাপরিচালকের বেরোবি বিএনসিসি ইউনিট পরিদর্শন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের বিএনসিসি ইউনিট পরিদর্শন করেছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, এনডিসি, পিএসসি। বাংলাদেশের যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি প্লাটুন রয়েছে, সেসকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট, ২০২৩) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিএনসিসি ইউনিট পরিদর্শন করেন।
সকালে বেরোবি প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনসিসি মহাপরিচালক। সাক্ষাৎকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিএনসিসি প্লাটুনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ ইউসুফ, বেরোবি বিএনসিসি ইউনিটের পিইউও ইফফাত আরা বাঁধন, বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল এ কে এম ইকবাল হোসেন, মহাস্থান রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মোঃ রফিকুল হাসান রাফিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩টি প্লাটুনের ক্যাডেটসহ রংপুর বিভাগের আরো ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পিইউও এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, এনডিসি, পিএসসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের গার্ড অব অনার গ্রহণ করেন।