রংপুরের গংগাচড়ায় ৪০টি ফেন্সিডিল ৭ কেজি গাঁজাসহ একজন আটক
রংপুরের খবর ডেস্কঃ রংপুর জেলার গংগাচড়া থানার অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ৭ কেজি গাঁজাসহ একজন কে আটক করেছে পুলিশ। গত ০৮ ডিসেম্বর ২০২৪ রাতে রংপুর জেলার গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল এমরান এর দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৮ নং মর্নেয়া ইউপির মৌভাষা বামনটারী গ্রামস্থ অভিযুক্ত ও পলাতক জনৈক মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ এর বসতবাড়ীর দক্ষিণ দুয়ারি টিন সেড গোয়াল ঘরের উত্তর পশ্চিম কোণে খড়ির মধ্যে তল্লাশী করে ৪০ বোতল ফেন্সিডিল ও ৭ কেজি গাঁজা এবং ধৃত অভিযুক্ত মোঃ শাহিনুর ইসলাম (২২), পিতা- মোঃ মিন্টু মিয়া, সাং- মৌভাষা বামনটারী, থানা- গংগাচড়া, জেলা- রংপুর এর দেহ তল্লাশী করে ২ টি বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন।
অতঃপর জব্দকৃত মালামাল সহ থানায় এসে ধৃত অভিযুক্ত মোঃ শাহিনুর ইসলাম ও পলাতক অভিযুক্ত মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে রুজু করা হয়। ধৃত অভিযুক্তকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।