রংপুর বিভাগ

জেলা ডিবি’র অভিযানে মাদক গাঁজা সহ নারী আটক

নগর প্রতিবেদক : রংপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক গাঁজা সহ এক নারীকে আটক করেছে । আজ ০৫ ডিসেম্বর সকাল ১১টার দিকে জেলা ডিবি’র একটি দল রংপুর জেলার গংগাচড়া থানার ৭নং গজঘণ্টা ইউপি’র হাবু বালারঘাট নামক স্থানে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করে তল্লাশি করে । এসময় যাত্রীবেশী মাদক কারবারি মোছাঃ রুম্পা খাতুন (২৩) কে মাদক গাঁজা সহ আটক করে । সে নগরীর পরশুরাম এলাকার মুরাদ মিয়ার স্ত্রী । পরে োই নারীকে জব্দকৃত আলামতসহ গংগাচড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।