রংপুর বিভাগ

কুড়িগ্রামে হত্যাকান্ডের এজাহারভুক্ত প্রধান অভিযুক্তকে গ্রেফতার

রংপুরের খবর ডেস্কঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে পাওনা টাকার জের ধরে গত ১২/০৭/২০২২ তারিখে ঘটে যাওয়া হত্যাকান্ডের এজাহার ভুক্ত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

১২ জুলাই ২০২২ তারিখ বিকাল অনুমান ০৬.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন দক্ষিন ব্যাপারীহাট বাজারে ভিকটিম শফিকুল ইসলাম (৩৮)কে তার পাওনা টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে যায় তার বন্ধু মোঃ আনিছুর রহমান খোকন (৪২) ও মোঃ আব্দুল করিম (৩৪)ও অজ্ঞাতনামা আরো ২/৩জন ।

ভিকটিম শফিকুল ইসলাম (৩৮) পেশায় একজন মাছ ব্যবসায়ী। ব্যবসাকে কেন্দ্র করে ভিকটিম শফিকুল ইসলাম (৩৮) বিবাদী মোঃ আনিছুর রহমান খোকন (৪২) এর কাছে ২,০০,০০০/- টাকা পাওনা ছিল এবং বিবাদী ভিকটিমের বাসায় যাতায়াত করত। ঘটনার দিন বিবাদী মোঃ আনিছুর রহমান খোকন (৪২) ভিকটিমের বাসায় যায় এবং সেখানে খাওয়া দাওয়া শেষে ভিকটিম শফিকুল ইসলাম (৩৮) কে তার পাওনা টাকা পরিশোধের কথা বলে মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন দক্ষিন ব্যাপারীহাট বাজারে নিয়ে যায়। সেখানে বিবাদী মোঃ আনিছুর রহমান খোকন (৪২), মোঃ আব্দুল করিম (৩৪) ও অজ্ঞাতনামা ২/৩জন ভিকটিম শফিকুল ইসলাম (৩৮)কে মারপিট করতে থাকে। ভিকটিম শফিকুল ইসলাম (৩৮) চিৎকার চেচামেচি করতে থাকে এবং এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে মোঃ আনিছুর রহমান খোকন (৪২)ভিকটিমকে বাড়ির সামনে পাকা রাস্তার উপর শোয়াইয়া রাখে। পরবর্তীতে ভিকটিমকে সাক্ষীর উপস্থিতে অনুমান ০৮.১৫ ঘটিকার সময় অটোরিক্সা যোগে ভিকটিমের বাসায় নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করানো হয়।পরবর্তীতে অবস্থার অবনতি দেখে ভিকটিমকে এ্যাম্বুলেন্স যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত্রি অনুমান ১১.২০ ঘটিকায় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

ভিকটিমের স্ত্রী মোছাঃ শামছুন্নাহার (৩০) বাদী হয়ে গত ১৩/০৭/২০২২ তারিখ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় ভিকটিমের বন্ধু মোঃ আনিছুর রহমান খোকন (৪২), মোঃ আব্দুল করিম (৩৪) এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৫, তারিখ-১৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর পরই আসামীগণ বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরবর্তীতে বিষয়টি আমলে নিয়ে র‌্যাব-১৩, রংপুর গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩,ঘটনাটি বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে, এবং গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানীর একটি অভিযানিক দল,র‌্যাব সদর দপ্তর ও তদন্তকারী কর্মকর্তার সহায়তার অদ্য ১০/০৭/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০২.১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন কালিগঞ্জ এলাকা হতে উক্ত মামলার প্রধান অভিযুক্ত মোঃ আনিছুর রহমান খোকন (৪২), পিতা-মৃত আজগর আলী, সাং-দক্ষিন ব্যাপারীহাট, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোঃ আনিছুর রহমান খোকন (৪২)উক্ত ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অভিযুক্তকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়েছে।