লালমনিরহাটের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০১ জুলাই ২০২৪ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ,ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কৃষ্ণ কিশোর দলগ্রামস্থ কাল ভৈরব টু চাপাহাট গামী পাঁকা রাস্তার পাশে ফনি ভূষণের টিনের বসত বাড়ীর ভিতর হতে বিপুল পরিমান মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
উল্লেখিত ফনি ভূষণের টিনের বসত বাড়ীর ভিতর তিনিসহ আরোও ০৪ জন মাদক ব্যবসায়ী হতে তল্লাসী করে ১৪৮ বোতল ফেন্সিডিল সহ আসামীর ডান হাতে থাকা ০১টি চাইনিজ কুড়াল। যাহা কাটের বার্ট সহ (লম্বা ২২ইঞ্চি) আসামীর বিছনার নিচে থেকে ০১টি হাসুয়া যাহা কাঠ এর বাটসহ লম্বা অনুমান ৩৮.৫ ইঞ্চি সহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব ১৩
গ্রেফতারকৃত ৫ জন মাদক ব্যবসায়ী হল- শ্রী ফনি ভূষন রায় (৫৫), পিতা-মৃত অমূল্য রায়, সাং-কৃষ্ণ কিশোর পশ্চিম পাড়া, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট, পারুল (৫২), স্বামী-আঃ করিম, পিতা-মৃত আসাদ আলী, সাং-মংলাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর, মোছাঃ আমেনা (৫২), পিতা-মৃত মোকছেদ আলী, সাং-খাসুরিয়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর, মোছাঃ নুর জাহান (৪০), স্বামী-মোঃ রফিকুল ইসলাম, সাং-বালুয়া ঘাটা, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর এবং মোছাঃ জাহানারা (৩৭), স্বামী-মোঃ মোস্তফা মন্ডল, পিতা-সবুর আলী, সাং-মংলা বাজার (স্কুলের পিছনে), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরদের।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।