লালমনিরহাটে অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রমের দায়ে যুবক আটক
এস বাবু রায়,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রমের দায়ে রুবেল (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাতে তাকে আটক করা হয়।
রুবেল ওই উপজেলার উত্তর জাওরানী গ্রামের মাহাতাব হোসেনের পুত্র। বিজিবি সুত্রে জানা গেছে, ওই সীমান্ত দিয়ে কয়েক দিন আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন রুবেল হোসেন। একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় মঙ্গলবার রাতে জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করে। তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করেন বিজিবি।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশিচত করে জানান, বুধবার (৬ মার্চ) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।