রংপুরে আন্তঃ জেলা নার্সিং ক্রিকেট টুনার্মেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন
রংপুর সম্মিলিত নার্সিং ছাত্র পরিষদের উদ্যোগে এবং স্বাধীনতা নার্সেস পরিষদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট এর সার্বিক তত্বাবধানে রংপুর আন্তঃ জেলা নার্সিং টুনার্মেন্ট-২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে (মুক্তা হোস্টেল মাঠ) আয়োজিত ক্রিকেট টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন টার্গেট নার্সিং কোচিং সেন্টারের পরিচালক হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএইচ নার্সিং কলেজের অধ্যক্ষ রিপন সরকার, রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, রংপুর আইটি সল্যূশনের সত্তাধীকারী মানিক সাহা প্রমূখ।
উক্ত খেলায় মোট ১০টি দল অংশ গ্রহণ করেন। উদ্বোধনী খেলায় আরপিজিএইচ নার্সিং ইনস্টিটিউট ও রংপুর কমিউনিটি নার্সিং কলেজ অংশ গ্রহণ করেন।