জাতীয়

প্রেসিডেন্টের ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ সংসদের যাত্রা শুরু বিকালে

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ মঙ্গলবার। বিকাল ৩টায় প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের যাত্রা।

এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। এর আগে, প্রেসিডেন্ট সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।

সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, প্রেসিডেন্টের ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে জানায় সংসদ সচিবালয়।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনিত করেছে। অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। একাদশ সংসদের মতো এবারও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩ জন, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন, জাতীয় পার্টির ১১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও কল্যাণ পার্টির একজন সংসদ সদস্য আছেন।

জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।