রংপুর বিভাগ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গাইবান্ধা পোস্ট অফিসের কর্মচারীকে ৯ বছর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গাইবান্ধা পোস্ট অফিসের কর্মচারী রহমান মিয়াকে ৯ বছর কারাদণ্ড ও ২৮ লাখ টাকা জরিমানা করেছে রংপুরের স্পেশাল জজ আদালত। আজ সোমবার দুপুরে রংপুরের দুর্নিতী দমন বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। মামলার বিবরনে জানা গেছে আসামী রহমান মিয়া গাইবান্ধা ডাক ঘরে পোষ্টাল অপারেটর পদে চাকুরী করা কালিন ভুয়া সঞ্চয় পত্রের একাউন্ট খুলে কোটি টাকা আত্মসাৎ করে। এ ছাড়ায় সে অবৈধ ভাবে তিন তলা বাড়ি, ৪৫ বিঘা জমি ও সন্তানদের নামে ব্যাংকে ফিক্স ডিপোজিট করে বিপুল অর্থ বিত্তের মালিক হয়।

এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে অবৈধ ও জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক বীরকান্ত রায় বাদী হয়ে দুদক আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করা হয়। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী হাবিবুর রহমানকে দোষি সাব্যস্ত করে ৯ বছরের কারাদন্ড ও ২৮ লাখ ৯১ হাজার ৩শ ৯১ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ ৬০ কার্যদিবসে সরকারী কোষাগারে জমা দেবার আদেশ দেয়া হয়।