রংপুর বিভাগ

রংপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা

তীব্র শীতের কারণে রংপুর জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, তীব্র শীতের কারণে রংপুর বিভাগের সবগুলো জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম আগামী তিনদিনের জন্য বন্ধ থাকবে।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভোর ৬টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র মোতাবেক এবং বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের পরামর্শক্রমে রংপুর জেলার আজ ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি তিনদিনের জন্য সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এদিকে তিনদিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান দেরিতে জানতে পারায় শিক্ষা কার্যক্রম চালু ছিলো। পরে সাংবাদিক ও অন্যান্য সহকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষনিক ছুটি প্রদান করতে দেখা গেছে।

এ বিষয়ে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা সকালেই উপপ-রিচালক স্যারের ম্যাসেজ পেয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এই ম্যাসেজ দেরিতে দেখেছেন। যার কারণে উদ্ভূত অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সবাইকে এ বিষয়ে আগে থেকেই এলার্ট করে দেওয়া হয়েছিল। আমরা বিষয়গুলো দেখছি, গুরুত্বসহকারে।

একই কথা জানান প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সজাগ থাকার জন্য বলা হয়েছে। প্রথম দিনের জন্য এরকম হয়েছে, পরবর্তীতে এমন হবে না।

এর আগে, গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

এদিকে, রংপুর জেলায় সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।