রংপুরে ক্লিনিক থেকে নবজাতক বিক্রির ঘটনায় গ্রেফতার-৩
রংপুর প্রতিনিধিঃরংপুরে প্রসূতির অসহায়ত্বকে কাজে লাগিয়ে ক্লিনিক থেকে নবজাতক বিক্রির ঘটনায় ক্লিনিকের পরিচালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সংবাদ সম্মেলনে জানান, অস্বচ্ছল নগরীর বুড়ারঘাট এলাকার লাবনী ১৩ জানুয়ারী নগরীর বাসটার্মিনাল সংলগ্ন হলিসিক্রেন্ট হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন।
ওই দিন রাতে সিজারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন। ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত দিয়ে লাবনীর আকুতি-মিনতি স্বত্ত্বেও হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিতি জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতনের কাছে ৪০ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন।
পরবর্তীতে লাবনী থানায় অভিযোগ দিলে রবিবার পীরজাবাদ এলাকা থেকে নবজাতক উদ্ধারসহ নবজাতক কেনা-বেচার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।