রংপুর বিভাগ

গাঁজা ও ফেন্সিডিলসহ রংপুরে আটক ৫

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অটোতে করে কতিপ মাদক ব্যবসায়ী একটি গাঁজার চালান নিয়ে রংপুরের দিকে আসতেছে। উক্ত সংবাদের ভিক্তিতে গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি)  কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শাহ নূর আলম পাটওয়ারী এর নেতৃত্বে ডিবির একটি চৌকষ দল আরপিএমপি রংপুর মাহিগঞ্জ থানাধীন কল্যাণী ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ডের বড়হাজরা এলাকায় কুড়িগ্রাম-টু-রংপুরগামী মহাসড়কের সোহরাব ফিলিং স্টেশনের সামনে রাত অনুমান ২১.৪০ ঘটিকায় অবস্থান নেন।

অতঃপর অনুমান ২২.৩০ ঘটিকার সময় সন্দিগ্ধ আটো রিক্সাটি আটক করে তল্লাশি করিয়া ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারসহ গাঁজা বহনকারী ও ব্যাবায়ী আসামী ০১। মোঃ শামছুল হক @ বাবু (৩৮), পিতা-মৃত সোলায়মান, মাতা-মোছাঃ শামছুন্নাহার @ শান্তি, সাং-খরুয়ার চর, ওয়ার্ড নং-০১, ইউপি-কুলাঘাট, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট ০২। মোঃ শাকিল শেখ @ খোকন (২০), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-মোছাঃ খাদিজা, ০৩। মোঃ বাইদুল ইসলাম (৩৬), পিতা-মোঃ তমছের আলী, মাতা-মোছাঃ মরিয়ম বেগম, ০৪। মোঃ সুজন শেখ (২২), পিতা- মোঃ মতিয়ার রহমান @) মতি শেখ, মাতা-মোছাঃ সাকাতন বেগম, সর্ব সাং যতিন্দ্রনারায়ন, ওয়ার্ড নং-৫, ইউপি- শিমুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত গাঁজাগুলো আসামীরা পরস্পর যোগসাজসে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ পূর্বক রংপুর শহরে বিক্রয়ের জন্য নিয়ে আসতেছিল।

১৩/০১/২০২৪ তারিখ রাত্রি অনুমান ০২.৩০ ঘাটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শাহ নূর আলম পাটওয়ারী এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আক্তারুজ্জামান প্রধান এর নেতৃত্বে ডিবির একটি চৌকষ দল আরপিএমপি রংপুর কোতয়ালী থনাধীন ২৬ নং ওয়ার্ডস্থ শাপলা চত্তর তেলের পাম্প সংলগ্ন উত্তরে বটগাছের নীচে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ একরামুল হক (২৫), পিতা- মৃত শামছুল হক, মাতা-মোছাঃ নাজমা বেগম, সাং- দূর্গাপুর চওড়াটারী, ওয়ার্ড নং-০২, ইউপি-দূর্গাপুর, থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট এর পিঠে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ১৫ (পনের) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করাহয়।আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে সে তার নিকট থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলগুলি লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে গোপনে সংগ্রহ পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রাখেছিল বলে স্বীকার করে।

ধৃত আসামীদের সাথে রংপুর মহানগরীর বা অন্য কোন মাদক সিন্ডিকেটের সাথে যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাহিগঞ্জ ও কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।