রংপুরে জাতীয় যুব দিবস-২০২৩ পালন

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে ধারণ করে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে রংপুরে জাতীয় যুব দিবস পালন করা হয় ।

বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে জাতীয় যুব দিবস-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এসএম রশিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (মেট্রো) উত্তম কুমার পাল, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমূখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আব্দুল ফারুক। উপস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন।আলোচনা শেষে ৬ জনের মাঝে ৪লক্ষ টাকার চেক ও তিনটি গ্রেডে (গাভি পালন-২ ও গরু মোটাতাজা করণ) ৯০ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারীসহ দুইশতাধীক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles