আগামীকাল হতে শুরু রংপুর জেলা ইজতেমা

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে রংপুর জেলা ইজতেমা। রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে ১লা নভেম্বর (বুধবার)  রাত হতে ইজতেমা স্থানে আগমন শুরু করবে মুসল্লিরা। তিন দিনব্যাপী এই ইজতেমা চলবে ২রা নভেম্বর থেকে শুরু করে ৪ঠা নভেম্বর পর্যন্ত।

এবার ইজতেমার স্থান নির্বাচন করা হয়েছে আর ডি সি সি মাঠ। ঘোড়াপীর মাজার সংলগ্ন পীরপুর,

রবার্টসনগঞ্জের মাঝামাঝি ও কারুপণ্য কার্পেট কোম্পানির বিপরীতে।

দশটি খিত্তা বা ট্রেন্ড নিয়ে আগতদের জন্য থাকছে থাকার ব্যাবস্থা। ৪ নভেম্বর আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে এই তাবলীগ এর ইসলামী জমায়েত ইজতেমা।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles