শীঘ্রই এম থ্রি ম্যাকবুকস লঞ্চ করবে অ্যাপল, কেমন হবে ফিচার আর স্পেসিফিকেশন?

অ্যাপল খুব শীঘ্রই তাদের এম থ্রি ম্যাকবুকস লঞ্চ করতে পারে। সম্প্রতি, অ্যাপল তার আইফোন ১৫ সিরিজ লঞ্চ করেছে।

আর সেই ইভেন্টেই কোম্পানি তার পরবর্তী এম থ্রি ম্যাকবুকস ল্যাপটপ লঞ্চ করার কথা জানিয়েছিল। ডিজিটাইমসের রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ২০২৪ সালের মধ্যে ৩এনএম চিপ তৈরি করতে পারে, তবেই অ্যাপল তার এম থ্রি ম্যাকবুকস ল্যাপটপ চালু করবে।

অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে, এই আসন্ন ল্যাপটপে দুর্দান্ত সব ফিচার দিতে চলেছে কোম্পানিটি। ইতিমধ্যেই অনেক ফিচার ফাঁস হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী এম থ্রি ম্যাকবুকস-এ কী কী থাকবে, চলুন জেনে নেওয়া যাক।

চলতি বছরের জুলাই মাসে আসা ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, এম থ্রি ম্যাকবুকস-এ দুটি মডেল আনা হবে। তার মধ্যে ১৩ ইঞ্চি স্ক্রিন সহ ম্যাকবুক এয়ার এবং ১৩ ইঞ্চি স্ক্রিন সহ দ্বিতীয় ম্যাকবুক প্রো থাকবে। এছাড়াও অ্যাপল এম২ ১৫ ইঞ্চি ম্যাকবুক এয়ার এবং এম২ আল্ট্রা ম্যাক স্টুডিও লঞ্চ করবে।

অ্যাপল একটি নতুন আইপ্যাডও বাজারে আনবে, নতুন ম্যাকবুক লঞ্চ করার পাশাপাশি, অ্যাপল একটি নতুন আইপ্যাডও বাজারে আনতে পারে। এমনকি তার কাজও শুরু করে দিয়েছে কোম্পানিটি। অ্যাপল একটি ওএলইডি স্ক্রিন সহ একটি নতুন এম 3 আইপ্যাড মডেলেও কাজ করছে, তবে কবে তা বাজারে আসবে সেই নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি কোম্পনিটি।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles