কিশোরগঞ্জ ভৈরবের ট্রেন দুর্ঘটনা, নিহত ১৭ তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিংয়ে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের কারণ জানতে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং মো. মাসুদ সরদার (সহকারী পরিচালক, ময়মনসিংহ) সদস্য সচিব।

কমিটির বাকি তিন সদস্য হলেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ (উপসহকারী পরিচালক, নরসিংদী), মো. এনামুল হক, (উপসহকারী পরিচালক, কিশোরগঞ্জ) ও মো. আজিজুল হক (স্টেশন অফিসার, ভৈরব বাজার ফায়ার স্টেশন)।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে কমিটিকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এদিকে, ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে, সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরিচয় পাওয়া গেছে ১৫ জনের।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles