পুনেতে বৃষ্টি, বাংলাদেশ-ভারত ম্যাচে সম্ভাবনা কতটা?

ভারত-বাংলাদেশ ম্যাচের আগের দিন পুনেতে হালকা বৃষ্টি হয়েছে। যে কারণে ঢেকে রাখা হয়েছিল পিচ। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজও বৃষ্টির শঙ্কা রয়েছে। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

গেল এশিয়া কাপে বেশ ভুগিয়েছে বৃষ্টি। চলতি বিশ্বকাপের কয়েকটি প্রস্তুতি ম্যাচও হানা দিয়েছে বৃষ্টি। সর্বশেষ মঙ্গলবার ধর্মশালাতে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ ৪৩ ওভারে নেমে এসেছিল। একইভাবে দুশ্চিন্তা থাকছে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও। এবারের বিশ্বকাপে পুনেতে আগে কোনো ম্যাচ হয়নি। আজই সেখানে প্রথম ম্যাচ।

বুধবার বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে পুনের মাঠ ঢেকে দেন কর্মীরা। পুনের আকাশ ছেয়ে গিয়েছিল কালো মেঘে। যা চিন্তার ভাঁজ ফেলতে পারে ক্রিকেটারদের কপালে। আজ সেখানকার তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানানো হয়েছে। আর্দ্রতা থাকবে ৬৮ শতাংশ। ১১ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles