শুধু চঞ্চল না, অনেক তারকাই বাণিজ্যিকভাবে পরীক্ষিত নন : মিশা

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেত মিশা সওদাগর। বাণিজ্যিক সিনেমার এই অভিনেতার দাবি চঞ্চল চৌধুরী অনেক বড় অভিনেতা হলেও বাণিজ্যিকভাবে সফল নন। শুধু চঞ্চল চৌধুরী নন, অনেক তারকাই আছেন যারা বাণিজ্যিকভাবে পরিক্ষিত নন বলে মনে করেন মিশা সওদাগর।

বিষয়টি নিয়ে মিশা সওদাগর রাইজিংবিডিকে বলেন, ‘কমার্শিয়ালি পরীক্ষিত নায়ক হচ্ছেন শাকিব খান, মান্না, সালমান শাহ, ওমর সানি, নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ভাই। সে সময় ‘ঘুড্ডি’র মতো সিনেমা হয়েছে। সে সময় আসাদ ভাই ছিলেন। তাদের অভিনয় নিয়ে আমাদের কারো দ্বিমত নেই। কিন্তু কমার্শিয়াল সিনেমায় যিনি পরীক্ষিত হন তাকেই কমার্শিয়াল নায়ক বলা যায়। যারা কমার্শিয়ালি সুপার হিট নন, তার আসলে কোনো আলোচনা হয় না। যেমন শারুখ খান, টম ক্রুজকে নিয়ে যতটা আলোচনা হয়, সে দেশের অনেক বড় অভিনেতা আছেন যারা অফ ট্র্যাকের সিনেমা হিট দিয়েছেন, তবুও তাদের নিয়ে আলোচনা নেই।’

‘আমি ওটাই বুঝাতে চেয়েছি কমার্শিয়াল সিনেমা হিট দিতে হবে। যারা আর্ট ঘরাণার তারা একটা সিনেমা হিট দেয়ার পর কমার্শিয়াল প্রযোজক তাদের কাছে যাচ্ছেন না। শাকিব খান ‘প্রিয়তমা’ হিট দেয়ার পর অনেকগুলো কাজ নিয়ে ব্যাস্ত আছেন। অন্যদের কিন্তু তা নেই। বলেন এই খল অভিনেতা।

এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমার শুটিং সেটে এসব কথা বলেন মিশা সওদাগর

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles