বেরোবি উপাচার্যের সঙ্গে পরিকল্পনা কমিশনের সচিবের সৌজন্য সাক্ষাৎ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান । আজ বুধবার (০৪ অক্টোবর, ২০২৩) দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই  সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অবকাঠামো সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পরিকল্পনা কমিশনের সচিবকে অবহিত করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অবকাঠামো সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পারস্পারিক সহযোগিতা নিয়ে উভয় পক্ষে আলোচনা করা হয়। এসময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্ল্যানিং কমিশন ও রংপুর সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বেরোবি বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles