লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১

এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।। লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নে বজ্রপাতে রসুল মিয়া রাসেল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই ইউনিয়নের বুমকা গ্রামের জব্দুল হকের ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে নিজ ঘর হতে টিউবওয়েলে পানি আনুতে যায় রসুল মিয়া রাসেল। এসময় হঠাৎ বজ্রপাত হলে সেখানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। পরে রাসেলের পরিবারের লোকজন তাকে টিউবওয়েলের পাশ থেকে ঘরে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে নিয়ে দেখালে তিনি রাসেলকে মৃত ঘোষনা করেন।

মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বজ্রপাতে রাসেলের মৃত্যুর সংবাদ পেয়ে তৎক্ষনাত তাদের বাড়ি যাই এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles