লালমনিরহাটে ১১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১

বাদাম বোঝাই ট্রাকে বস্তার ভেতর লুকিয়ে  সুকৌশলে ফেন্সিডিল বহন করে পাচারের সময় ফেন্সিডিলের বিশাল চালান ট্রাকসহ আটক এবং ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বুধবার ২০ সেপ্টেম্বর বিকেলে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক চোরাকারবারি বাদামের বস্তার ভেতর ফেন্সিডিল ভরে সুকৌশলে বাদাম বোঝাই ট্রাকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত সাপটি বাড়ী বিসিক শিল্পনগরী এলাকার বুড়িমারী টু লালমনিরহাটগামী মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়।

এ সময় একটি বাদাম বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে বাদামের বস্তার ভেতরে থাকা ১১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ সহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। 

র‌্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অন্তর্ভুক্ত দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সজল হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে।  তার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles