রংপুরে মোটর সাইকেল চুরি মামলায় ৪ জনকে গ্রেফতার

রংপুর প্রতিনিধি ।। রংপুরে মোটর সাইকেল চুরির মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার বিকেলে নগরীর নুরপুর এলাকায় এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো নগরীর ছোট নুরপুর এলাকার মোঃ মিন্টু মিয়া পূত্র মোঃ আশিকুর রহমান পিথিল (২০), বড় নুরপুর এলাকার মৃত আব্দুস সালাম শেখের পূত্র মোহাম্মদ আলী শেখ (২১),  দক্ষিন গুপ্তপাড়া এলাকার আব্দুল আজিজের পূত্র মোঃ রবিন (২৫) এবং নুরপুর এলাকার মৃত শামসুল আলমের পূত্র মোঃ আসাদুল ইসলাম আসিফ (২৪)। এতথ্য নিশ্চিত করেছেন রংপুর কোতয়ালী থানা ওসি মাহফুজার রহমান।

তিনি জানান, মোটর সাইকেল চুরির ঘটনায় মালিক মো. রুবেল ইসলাম একটি মামলা দায়ের করলে সিসি টিভি ফুটেজে বিষয়টি পর্যবেক্ষন করে আসামীদের শনাক্ত ও গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে কোতয়ালী থানা এলাকার ঠিকাদারপাড়ার মঞ্জুরুল মাস্টারের বাড়ির সামনে থেকে তিনজন চোর মিলে একটি ১৫০ সিসি’র মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি সিটি টিভি ক্যামেরায় ধরা পড়ে।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles