রোমিও-জুলিয়েট রংপুরে,দর্শনার্থীরা ভিড়

রংপুর প্রতিনিধি ।। দেড় বছর পর আবারও বাঘ আসল রংপুর চিড়িয়াখানায়। দীর্ঘ প্রতীক্ষার আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে বাঘ দেখতে পারছে দর্শনার্থীরাও।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বার আলী তালুকদার। তিনি জানান, চিড়িয়াখানার আগের বাঘটি মারা যাওয়ার পর আমরা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছি একজোড়া বাঘ আনার জন্য। অবশেষে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে একজোড়া বাঘ আসল।

রংপুর চিড়িয়াখানায় যুক্ত হয়েছে রোমিও-জুলিয়েট নামে বাঘের । মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তাদের ট্রাকে করে লাল কাপড়ে মোড়ানো দুটি খাঁচায় রংপুর জুটি। বাঘ যুগলকে দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। এরপর দায়িত্বশীলরা ক্রেন দিয়ে খাঁচাবন্দী বাঘকে চিড়িয়াখানায় বাঘের খাঁচার পেছনের দরজায় নিয়ে যান। খাঁচার দরজা খুলে চিড়িয়াখানার স্থায়ী বাড়িতে প্রবেশ করানো হয় রোমিও জুলিয়েটকে।

চিড়িয়াখানায় যে সব প্রাণী রয়েছে সেগুলো হল সিংহ, জলহস্তি ৩টি, ময়ূর ৮টি, হরিণ ৫৯টি, অজগর সাপ দু’টি, ইমু ৩টি,উটপাখি ১টি, বানর ৯টি, কেশওয়ারি ১টি, গাধা ৮টি, ঘোড়া ২টিসহ বিভিন্ন প্রজাতির পাখি উল্লেখযোগ্য। দেশে দুটি সরকারি চিড়িয়াখানের মধ্যে রংপুর একটি।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles