লিবিয়ায় আকস্মিক বন্যায় ২০ হাজারের বেশি লোকের মৃত্যু

লিবিয়ার আকস্মিক বন্যায় ২০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে লিবিয়ার উত্তর উপকূলে ঘূর্ণিঝড় দানিয়েল আঘাত করে।

লিবিয়ার রেড ক্রিসেন্ট আগে ১০ হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করেছিল। কিন্তু এখন ওই সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল-বায়দা মেডিক্যাল সেন্টারের পরিচালক আবদুল রহিম মাজিক ২০ হাজার মৃত্যুর আশঙ্কা করেছেন। এখনো রাস্তায় রাস্তায় লাশ দেখা যায়। এছাড়া খাবার পানির তীব্র সঙ্কট দেখা যাচ্ছে। ঝরে অনেক পরিবারের সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রত্যন্ত এলাকায় এখনো কর্মকর্তারা পৌঁছাতে পারে। এছাড়া সাগর থেকে অব্যাহতভাবে লাশ ফিরে আসছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ৩০ হাজার লোক দারনা থেকে বিচ্যুত হয়ে পড়েছে। একটি সূত্র জানিয়েছে, লিবিয়ায় যে ক্ষতি হয়েছে, তা কাটাতে কয়েক বিলিয়ন ডলার লাগবে।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles