রংপুরে যুবলীগ নেতা খুন

রংপুর মহানগর প্রতিনিধি ।। রংপুরে রেজাউল ইসলাম (২৮) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তার বাসা রংপুর সদর উপজেলার লাহিড়ির হাট এর উত্তরে মাঠের হাট নামক এলাকায়। নিহত রেজাউল রংপুর সদর উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী এবং সংগঠক ছিলেন।

তথ্য সুত্রে জানাগেছে, বেশ কিছুদিন হতে চাচাতো ভাইদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল রেজাউলের। শুক্রবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন রেজাউলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির পরিচয় জানায়নি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles