বেরোবিতে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে নতুনভাবে কেনা একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর, ২০২৩) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরের সামনে ফিতা কেটে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হতে মেডিকেল কলেজ হাসপাতাল বেশ দূরের পথ। তাই অসুস্থতাজনিত জরুরি প্রয়োজনে নতুন অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক উপকারে আসবে। তিনি অ্যাম্বুলেন্সের যথাযথ ব্যবহার ও যত্নের জন্য সকলের প্রতি আহবান জানান।

উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ভালো মানের নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. টি. জি. এম গোলাম ফিরোজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শফিকুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এদিকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিভিন্ন রুটে চলাচল করা ৭টি বাসের নামকরণ উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। নামকরণকৃত শিক্ষার্থী বাসগুলোর নাম হলো একুশে, তিস্তা, শতরঞ্জি, শ্যামাসুন্দরী, জলেশ্বরী, পদ্মরাগ ও চর্যাপদ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles