শাহরুখ খানের তুমুল আলোচিত সিনেমা ‘জাওয়ান’আসছে ৭ সেপ্টেম্বর

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমা একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি দিতে পারছেন পরিচালক। গেল দুই ঈদে ঘোষণা দিয়ে আসতে না পারার পর সিনেমাটির নতুন মুক্তির তারিখ ছিল আগামী ৮ সেপ্টেম্বর। তবে ৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’।

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুমুল আলোচিত সিনেমা ‘জাওয়ান’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় সেই ভয়ে মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ সন্ধ্যায় ট্রেইলার প্রকাশ করে সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণা আসছে। তবে জানা গেছে, সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

এ বিষয়ে পরিচালক দীপংকর দীপন দেশ রূপান্তরকে বলেন, আজকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এই বিষয় নিয়েই কথা বলব আমরা।

ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles