ছাত্রলীগের ত্যাগী নেতা সাইফুলের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী

গত ২ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় শহীদবাগ বাজারে একদল সন্ত্রাসী কাউনিয়া উপজেলা ৯০ দশক ছাত্রলীগের আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব সাইফুল ইসলাম সেলিমের উপর প্রাণঘাতি হামলা চালায়।

সন্ত্রাসীরা রামদা দিয়ে তার হাত পা ও মাথায় এলোপাথাড়ি চোট দেয়। এসময় তাকে রক্ষা করতে গিয়ে শাহীন আলম সহ আরো কয়েকজন আহত হয়। এসময় একটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।

এলাকাবাসী তাদেরকে আশঙ্কাজন অবস্থায় চিকিৎসার জন্য কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সাইফুল ইসলাম ও শাহীন আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৯০ দশক ছাত্রলীগ সাইফুল ইসলামের উপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে এই হামলার মদদদাতা ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী আওয়ামীলীগের নেতাকর্মী গন।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles