বেরোবিতে কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর মহামারী কোভিডের প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিতিনিধি।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর বৈশ্বিক মহামারী কোভিডের প্রভাব (The impacts of COVID-19 on smallholder farm households in Bangladesh: Does adoption of solar irrigation technology make farmer better resilient?) বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ( ২৯ আগস্ট, ২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারী রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী কোভিডের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরো টেকসই ও দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টার, বুড়িরহাট, রংপুরের উপ-পরিচালক ড. আবু সায়েম এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles