রংপুরে যুবলীগ নেতা হত্যা চেষ্টা, আসামী গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রংপুর প্রতিনিধি ।। রংপুর মহানগরীর ১৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলাম বাবুর (৩৩) ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। এ সময় বক্তব্য দেন হামলার শিকার মোক্তারুল ইসলাম বাবুর বাবা হাফিজুর রহমান মোল্লা, ভাই মেহেদী হাসান রাব্বী, বাবু রায়, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ। বিক্ষোভে স্থানীয় এলাকাবাসী ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্বশত্রুতার জের ধরে গত ১০ আগস্ট মধ্যরাতে নগরীর মডার্ন মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হাসানসহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলাম বাবুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবুকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

এ ঘটনায় আট দিন পার হলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। বক্তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নতুবা তারা ব্রেহত্তর কর্মসুচি হিসেবে রংপুরের মর্ডানমোড় অবরুদ্ধ করবে বলে জানান। এ পরিস্থিতিতে মানুষের মনে ক্ষোভ বাড়ছে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, হামলার ঘটনায় আহত মোক্তারুল ইসলাম বাবুব বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামীদের দ্রুত আটকের চেস্টা জারি আছে।  

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles